Khoborerchokh logo

আমেরিকার নির্বাচনে জয়ী জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন । 453 0

Khoborerchokh logo

আমেরিকার নির্বাচনে জয়ী জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন ।

খবরের সময় ডেস্ক 

গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের ফল আসতে এখনও বাকি,তাই যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়।তবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন,প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই জয় পাচ্ছেন,এটা ‘স্পষ্ট’।আর সেজন্য তিনি প্রস্তুতিও নিতে শুরু করেছেন।খবর বিবিসির।এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়।এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির।যার নাম দেওয়া হয়েছে ‘বিল্ড ব্যাক বেটার।সেখানে বলা হয়েছে, মহামারী থেকে অর্থনৈতিক মন্দা,জলবায়ু পরিবর্তন থেকে জাতিগত বৈষম্য-মারাত্মক সঙ্কটের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রকে যেতে হচ্ছে।আমাদের ট্রানজিশন টিম পূর্ণোদ্যমে প্রস্তুতি নেবে, যাতে বাইডেন-হ্যারিস প্রশাসন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই সক্রিয় থাকতে পারে।নিয়ম অনুযায়ী,সামগ্রিক বিষয়ে ওয়াশিংটনে ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে।আর এ প্রক্রিয়ার যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে।ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি।বরং নিজেকেই বিজয়ী দাবি করেছেন তিনি।ভোট গণনা থামাতে একাধিক মামলাও করেছে ট্রাম্প শিবির।তবে এর মধ্যেই ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে বাইডেন শিবির।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com